চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি>>> “মাদককে না বলি, মোবাইল ফোনের অপব্যবহার, ইভটিজিং থেকে দূরে থাকি” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রথমবারের মতো মেয়র কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরে শিবগঞ্জ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শিবগঞ্জ পৌর সৈয়দ মনিরুল ইসলাম।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান,উপজেলা আওয়ামী শিক্ষা বিষয়ক সম্পাদক মতিউর রহমান,শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আজিজুল হক,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ অন্যরা।উদ্বোধনী খেলায় নাককাটিতলা ক্রিকেট দল ও রহনপুর ক্রিকেট একাডেমী দল অংশ নেয়। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেছে।