
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>>নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের অগ্নিকান্ডে ওহাব আলী ওরফে সাদা মিয়া নামের এক কৃষকের বসতবাড়ীর আধাপাকা ঘরের ৮টি রুমের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।এতে ৮টি রুমের ছাউনি টিন,রুমে রক্ষিত আসবাবপত্র,পোষাকআদি,ধান,চাল,সরিষা,স্বর্ণালঙ্কা,ফ্রিজ,নগদ অর্থসহ প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।গত শুক্রবার (১ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি মাছুয়া পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তিনি ওই গ্রামের মৃত্যু আব্দার রহমানের ছেলে।এমন অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে কৃষক পরিবার দিশাহারা হয়ে পড়েছেন।শনিবার সকালে এলাকাবাসি জানায়,ওই পরিবারের ছেলেরা ঢাকায় চাকুরি করেন।ওহাব ও তার স্ত্রী আত্নীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান।বাড়িতে কেউ না থাকায় ঘরের ভিতরে বৈদ্যুতিক শটসার্টিক থেকে সন্ধায় আগুনের সূত্রপাত ঘটে।এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে নিমেষেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।বর্তমানে পরিবারটিতে শরীরের পরিধান ছাড়া আর কিছুই নেই।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মহরম আলী অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।