মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>>
মালদ্বীপ যুবলীগের উদ্যোগে আয়োজিত ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপ যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।গতকাল শুক্রবার মালদ্বীপের রাজধানীর মালেতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবলীগের সভাপতি মোঃ রাসেল আহমেদ সাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ও বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী সাইফুল ইসলাম।আগামী ৭ই মার্চের অনুষ্ঠান বাস্তবায়নকে কেন্দ্র করে মালদ্বীপ শাখা আওয়ামী যুবলীগ কর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন এ প্রস্তাবনা তুলে ধরেন মালদ্বীপ যুবলীগের সিনিয়র -সহ সভাপতি ওয়াসিম আকরাম হৃদয়,সহ-সভাপতি মীর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ, প্রচার সম্পাদক আবদুর রশিদ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন সিনিয়র সদস্য মোঃ সালাহউদ্দিন মনির, ফয়েজ আহমেদ,সজীব ওয়াজেদ,জয়নাল আবেদিন প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে আগামী ৭ই মার্চের প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান এবং সকলকে গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠান আগত সকলকে ধন্যবাদ জানিয়ে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

