অরুপ চন্দ্র, চট্টগ্রাম>>>ইট-পাথরের শহরে দিন দিন হারিয়ে যাচ্ছে পুকুর দীঘি গুলো সভ্যতার এই যুগে মানুষ যখন একটু প্রশান্তিক খোঁজার জন্য পুকুর কিংবা দিঘির পাশে হাঁটতে চায় নিজের মনকে সতেজ রাখতে সেখানে এখন খুব সহজে এই ধরনের পুকুর ভরাট করে চলছে স্থাপনার কাজ যার পিছনে রয়েছে কিছু প্রভাবশালী অসাধু মানুষ।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন উওর চান্দগাঁও এলাকায় নেপাল বাবুর বাড়ি সংলগ্ন পুকুরে ভরাট করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। মাসখানেক ধরে রাতের আঁধারে পুকুরে বালি ফেলে পুকুর ভরাট করছে সঙ্ঘবদ্ধ একটি চক্র।সরে জমিনে গিয়ে দেখা যায়, উত্তর চাঁন্দগাঁও এলাকায় নেপাল বাবুর বাড়ির সংলগ্ন রাস্তার পাশে পুকুরের এক তৃতীয়াংশ জায়গা দখল করে বাঁশ ও চটের বস্তা দিয়ে ঘেরাও করে পুকুর ভরাট করা হয়েছে।এই ঘেরাও এর ভিতরে ফাউন্ডেশন দিয়ে স্থাপনা নির্মাণের জন্য ইট,বালু,কংক্রিটের স্তুপ জমা করে রাখা হয়।এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা স্বপন বাবুর সাথে কথা বলে জানা যায় পুকুরে কোন স্থাপনা করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনুমতি দিয়ে থাকে না,যে বা যারা স্বপনা তৈরি করছে পুকুরের উপর এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।এবং এ বিষয়ে যদি সঠিক তথ্য পাওয়া যায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যদি কোন স্থাপনা করে থাকে তাহলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে তিনি আশ্বাস দেন।তবে সরজমিনে গিয়ে দেখা যায় পুকুর ভরাট করে কিছু স্থাপনার কাজ শেষ পর্যায়ে যাহা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কাজ চলছে।

