আনোয়ার হোসেন-কিশোরগঞ্জে (নীলফামারী)প্রতিনিধি>>>ফিস্টুলা কোন জটিল রোগ বা অভিশাপ নয়।এটি একটি প্রসবকালীন জটিল জনিত রোগ।একটি সফল অপারেশনের মাধ্যমে একজন ফিস্টুলা রোগী সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে।যা ল্যাম্ব হাসপাতাল পার্বতীপুর,দিনাজপুর এ নারী ফিস্টুলা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।এ বার্তা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিকদের নিয়ে নারীদের ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।”সবাই মিলে কাজ করি,ফিস্টুলা মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(২৭ ফেব্রয়ারী)সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ পার্বতীপুর,দিনাজপুর প্রজেক্টের বাস্তবায়নে ওই বিভাগের হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।এ সময় ফিস্টুলা রোগের কারণ ও তার প্রতিকার তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ বিভাগে কর্মরত জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ মাহফুজা বেগম,পার্বতীপুর,দিনাজপুর ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন,প্রোগ্রাম এসিস্ট্যান্ট সাইদুল ইসলাম প্রমুখ।এতে উপজেলার কর্মরত বিভিন্ন সংগঠনের, সাংবাদিকদ্বয় অংশ গ্রহন করেন।জানা যায়,এফজিএফ প্রজেক্টে মহিলাদের ফিস্টুলা নির্মূলে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় ফিস্টুলা রোগীদের বিনামূল্যে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সহায়তা করা হয়।এ লক্ষে আগামী ১৯মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে নারীদের ফিস্টুলা ক্যাম্প অনুষ্ঠিত হবে।যা সাংবাদিকদের স্ব-স্ব এলাকায় জনগনের মাঝে তুলে ধরার জন্য অবগত করা হয়।

