নিউজ ডেক্স>>>চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পর্যুত অজয়’ নামে এক ব্যক্তিকে দীর্ঘ ২৭ বছর পর ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম র্যাব-৭৷২৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং ১২.৫০ ঘটিকার সময় চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃত পর্যুত রক্ষিত অজয় (৪৮) চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা নোয়াপাড়া গ্রামের শান্তি রক্ষিত ওরফে শান্তি বাবুর ছেলে ৷চট্টগ্রাম র্যাব -৭ ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মামলা নং-০৭(১০)৯৭ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পর্যুত রক্ষিত ওরফে অজয় রক্ষিত অজয়- চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিইপিজেড এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখ আনুমানিক ১২.৫০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি পর্যুত রক্ষিত ওরফে অজয় রক্ষিত অজয় (৪৮), কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।গ্রেফতারকৃত আসামি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

