
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>>নীলফামারীর কিশোরগঞ্জে আত্নমানবতার সেবার অতন্দ্র প্রহরী গ্রাম উন্নয়ন কমিটির দক্ষতা বৃদ্ধি বিষয়ক ২দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গত ২০ ও ২২ফেব্রুয়ারি কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে নিতাই ইউপির পানিয়াল পুকুর খোলাহাটি এম এম ক্যাডেট একাডেমিতে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।এতে নিতাই ইউপির পিএফএ-০৩ এর আওতায় ৫টি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক,শিশু ও যুব ফোরামের সভাপতি /সাধারণ সম্পাদকদ্বয় অংশগ্রহণ করেন।এ সময় হতদরিদ্র পরিবারের শিশুর জীবনমান উন্নয়নে নানা দিক তুলে ধরে প্রশিক্ষণ দেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহীম,এপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ প্রমূখ।জানা যায়,এ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করে নিজেরাই স্ব-স্ব এলাকার হতদরিদ্র পরিবারের শিশুর জীবনমান উন্নয়নে শিশু সুরক্ষা,শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ,পুষ্টির চাহিদ পূরণ,জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নের মত কাজগুলো বাস্তবায়নে ব্যাপক ভূমিকা পালন করবে।