
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ ও ভারতের স্থানীয় জনগণের সম্পৃক্ততায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাঘ সংরক্ষণ বিষয়ে শিক্ষা এবং অভিজ্ঞতা বিনিময়ে ৪ দিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে। বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোলে ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। সোমবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাহম্মদ নুরুল করিম কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান ওয়াইল্ডটিম ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া (ডাব্লিউ টিআই) যৌথ ভাবে এই কর্মশালার আয়োজন করেছে।ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ওই কর্মশালার উদ্বোধীন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউএসএআইডির পলিসি লিড ড.আজাহারুল হক মজুমদার, হিউম্যান-ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট ডিভিশন,ওয়াইল্ডলাইফ অব ইন্ডিয়ার ব্যবস্থাপক ও প্রধান ড. অভিষেক ঘোষাল, সুন্দরবন টাইগার প্রজেক্ট,ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রকল্প প্রধান প্রসেনজিৎ শীল,হিউম্যান-ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট ডিভিশন, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার দিব্যা মেহরা, সুন্দরবন টাইগার প্রজেক্ট, ওয়াইল্ডলাইফ ট্রাস অফ ইন্ডিয়ার ফিল্ড অফিসার সম্রাট পাল প্রমুখ।জার্মান সরকারের কেএফডব্লিউ এবং আই ইউ সিএস এর ইন্টিগ্রেটেড টাইগার হ্যাবিট্যাট কনজারভেশন প্রোগামের সহযোগীতায় একর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল জনগণের সম্পৃক্ততায় বন সংরক্ষণ বিষয়ে অধিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই কর্মশালায় অংশ নিয়েছেন।কর্মশালায় ভিটিআরটি, এফটিআরটি, বাঘবন্ধু,স্কাউট মিলে বিভিন্ন পর্যায়ের ৭০ জন অংশ গ্রহণ করেন। কর্মশালার মধ্যে দিয়ে ফিল্ডে গিয়ে নানা ভাবে বাঘ সংরক্ষণ বিষয়ে শিক্ষা এবং অভিজ্ঞতা বিনিময় করা হচ্ছে। আগামি বৃহস্পতিবার এই কর্মশালা শেষ হবে।