সাদেকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
‘সাহিত্য শিখা জ্বলছে,জ্বলবেই অবিরাম’ উক্ত স্লোগানকে সামনে রেখে ২রা ফেব্রুয়ারী রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে মুক্তিযোদ্ধা দেলোয়ার রহমান গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় সাহিত্য শিখা পরিষদের নবগঠিত কমিটি ২০২৪-২৫ এর পরিচিতি সভা, সাহিত্য আড্ডা ও বরেন্য কবি আজহারুল ইসলাম আল আজাদ-এর জন্মদিন পালন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দেলোয়ার রহমান গ্রন্থাগারের সভাপতি জনাব হোসাইন মোহাম্মদ সেলিম রেজা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবীন – প্রবীণ কবি সাহিত্যিক ও লেখক বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বিনিময় ও স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কমিটির সদস্যগণ তাদের পরিচিতি তুলে ধরেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য শিখা পরিষদের সম্মানিত উপদেষ্টা, আব্দুল মান্নান সাহেব, সাধারণ সম্পাদক কবি প্রকাশ রায়, কবি আব্দুল লতিফ প্রামাণিক, কবি মোশফেকুর রহমান, কবি সাদেকুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু প্রমুখ। সভাপতি জনাব হোসাইন মোহাম্মদ সেলিম রেজা সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করেন। পরবর্তীতে বরেণ্য কবি জনাব আজহারুল ইসলাম আল আজাদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কেটে পুষ্পমালা ও ফুলের তোড়া তুলে দেন বিভিন্ন কবি সাহিত্যিক গণ। সর্বশেষ কবি আজহারুল ইসলাম আল আজাদ উপস্থিত কবি সাহিত্যিক গণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে শুদ্ধ সাহিত্য চর্চার সাথেই থাকার আহ্বান জানান।

