আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি
বিএনপি-জামাত এর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জানুয়ারি ) বিকেলে বকুতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগান দেন ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’। পরে শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।এসময় জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, , বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করলে, নৈরাজ্য করলে আমরা কিন্তু বসে থাকব না। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশকে তারা আবার সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। দেশে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের এই শান্তি শোভাযাত্রার আয়োজন।

