আনোয়ারুল আজিম: নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।রবিবার ২৮জানুয়ারী বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী সুমন উপজেলার ভীমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন বলেন আটককৃত সুমন আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত জিআর ৭মামলার পলাতক আসামী। পুলিশ তাকে অনেক দিন থেকে গ্রেফতারের চেষ্টা চালায়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুমন এলাকায় অবস্থান করছে। সংবাদ পাওয়ার সাথে সাথে এসআই নূর নবী চৌধুরী, মিঠুন চন্দ্র শীল, এএসআই আলা উদ্দিন, মজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন সুমন ৭মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। রবিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী মহামান্য আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।