আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় জামালপুর এর বোর্ড অব ট্রাস্টির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ( ২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু,সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, ট্রাস্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ সূজা প্রমূখ।পরে সপ্তম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মির্জা আজম এমপিকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, শিক্ষকবৃন্দ,বিভাগীয় প্রধানগণ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।

