
সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় দুইদিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞানমেলার ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধনকরা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ বিজ্ঞান মেলার আয়োজন করে।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বার্নাবাস হাসদা সহ অনেকে। মেলার উদ্বোধন ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্নপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এ বছর মেলায় ২৪ টি স্টল স্থানপেয়েছে।