
মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপণ সহ দুর্যোগে উদ্ধার, অনুসন্ধান ও প্রাথমিক চিকিৎসায় সক্ষমতা বৃদ্ধি ও জনসচেতনতায় পটুয়াখালীতে ৪০জন তরুনদের নিয়ে তিন দিন ব্যাপী কমিউনিটি ভলান্টিয়ার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সফল ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে ফায়ার সার্ভিসের সঙ্গে যেকোন উদ্ধার অভিযান ও অগ্নিনির্বাপণে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত ৪০জন তরুণ তরুনী। দুর্ঘটনা ও দুর্যোগের সময় ফায়ার ফাইটারদের সহায়তার সঙ্গে শৃঙ্খলা রক্ষায়ও কাজ করবেন এসব সেচ্ছাসেবীরা। বুধবার (১৭ জানুয়ারি) সদর ফায়ার স্টেশনে তিনদিনের প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত ঘোষণা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ আব্দুল আলীম। গত সোমবার (১৫ জানুয়ারি) সকালে তিনি ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র ও ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন। প্রশিক্ষণে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ বা দুর্ঘটনায় উদ্ধার অভিযানে ব্যক্তিগত সুরক্ষা, যন্ত্রপাতি পরিচালনা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তব হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে কোর্স কো-অর্ডিনেটর সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ প্রশিক্ষিত ভলান্টিয়ারদের নিদিষ্ট পোশাক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও গাইড লাইন প্রদান করা হয়েছে। পরবর্তী সনদপত্র ও পরিচয়পত্র বিতরণ করা হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।