
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার মাসিক সমন্বয় মিটিংয় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মোহনপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মাসিক সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়।মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি।এসময় আরো উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল, কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান সহ মোহনপুর উপজেলার দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনরা।মাসিক সমন্বয় মিটিং শেষে মোহনপুরের নবনির্মিত উপজেলা প্রশাসন ভবন পরিদর্শন করেন তারা। এর আগে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি কে ফুল দিয়ে বরণ করেন অনেকেই। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে নেতাকর্মীদের সাথে আলোচনাও করেন তিনি।