মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় নবাগত এমপির বাড়িতে যাওয়ার পথে বাঁধা দেওয়ার নৌকা ও ঈগল সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘর- দোকানপাট ভাঙচুর – লুটপাট, আওয়ামী লীগ অফিস ভাঙচুর অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাৃৃর্থী নৌকার বিজয় হওয়ায় নবাগত এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীকে ফুল দিতে ৮ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় ডাঙ্গী নগরকান্দা গ্রামের হাসান মেম্বার এর নেতৃত্ব নৌকার সমর্থক যদুরদিয়া গ্রামের মিজান, নান্নু মাতুব্বর সহ প্রায় শতাধিক লোকজন পেকাপ গাড়িতে করে উল্লাস করে রং ( আবির) ছিটিয়ে যাওয়ার পথে ডাঙ্গী বাজারে পৌছালে বাধাগ্রস্ত করে ডাঙ্গী নগরকান্দা গ্রামের কামাল মাতুব্বর এর নেতৃত্বে ঈগল সমর্থকরা।
এসময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে বাড়িঘর – দোকানপাট- ভাঙচুর লুটপাট করা সহ ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে বলে দুই গ্রুপের লোকজন জানান।সংঘর্ষ চলাকালে হামলাকারীরা উভয় গ্রুপের ৫ টি দোকান ভাঙচুর লুটপাট করেন ও ঈগল স্বতন্ত্র সমর্থকদের ৪ টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর লুটপাট করার অভিযোগ করেন ভুক্তভোগীরা।সংঘর্ষে আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে বলে স্হানীয়রা জানান।
মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
৮ জানুয়ারী ২০২৪

