আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
নতুন বই সবাই নেব লেখাপড়ায় মন দেব’ স্লোগানে নতুন বছরে প্রথম দিনে সারাদেশের মতো সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।রাজশাহীতে এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৫ লাখ শিক্ষার্থী ৫০ লাখ বই পাচ্ছে।সোমবার সকালে রাজশাহীর বাঘায় সারাদেশের ন্যায় গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন,এস এম সি সভাপতি মোঃ হাসান আলী, সদস্য শ্রী রণজিত কুমার রায়, শামীম আহমেদ খোকন, মোঃ মেহেদী হাসান লোকমান, প্রধান শিক্ষক জনাব মুহাঃ আতিকুর রেজা, সহকারী শিক্ষক মোসাঃ রুলিয়া খাতুন, কামনা রানী সাহা, মোসাঃ ফাতিমা খাতুন, মোসাঃ লাকী খাতুন।পি টি এ সদস্য জনাব মোঃ তৌহিদুল ইসলাম মোল্লা, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহাবুল ইসলাম,সুকুমার সরকার, অনুপ কুমার দেবনাথ, সাংবাদিক মোঃ হাশেম আলী সহ বিভিন্ন শ্রেনীর অভিভাবক মন্ডলী।নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানান, বছর শুরুর দিনে নতুন বই পেয়ে ও নতুন বইয়ের গন্ধে তারা অনেকটাই আনন্দিত ও উচ্ছ্বসিত। এ নতুন বইয়ের মাধ্যমে তাদের লেখাপড়ায় মনোযোগ আসবে।বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, রাজশাহী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৯৬টি। শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১১১ জন। তাদের মাঝে ১৪ লাখ ১১ হাজার ২৯৫টি নতুন বই বিতরণ করা হয়েছে। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে একই সংখ্যক শিক্ষার্থীর মাঝে ৪৭ হাজার ৩০টি নতুন বই বিতরণ হয়েছে।

