সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি
বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের হাতে পৌঁছে গেছে সম্পুর্ন বিনামূল্যে নতুন বই। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পালিত হয়েছে বই উৎসব।সোমবার (১লা জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় বই উৎসব। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ।এ সময় বই উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজি।এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এ দেশের শিক্ষা ব্যবস্হা ও শিক্ষার্থীদের কালো অধ্যায়ের দিন পেছনে ফেলতে সক্ষম হয়েছে।এক সময় বছরের শুরুতে নতুন বই হাতে পেতে মার্চ এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বই পৌছে যাচ্ছে।এ সময় বক্তব্যে অতিথিরা আরো বলেন, নতুন কারিকুলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। যুগের সাথে তাল মিলিয়ে ও উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে শিক্ষা ব্যবস্হায় নতুনত্ব আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থনেষী মহল অপপ্রচার চালাচ্ছে তাতে কেউ কর্ণপাত না করার আহবান জানানো হয়।এ সময় বই উৎসব উপলক্ষে গার্লস গাইডের পরিবেশনায় নৃত্য পরিবেশন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো জুলহাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অভিভাবক সদস্য মনসুর আহমেদ কয়েছ সহ অন্যান্যরা।এর আগে সকাল ১০ ঘটিকায় জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ।বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলে বই উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে অধ্যক্ষ আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া।লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে নিলা নাইয়্যাং এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবদুল মালিকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মিফতাহুজ্জান, অভিভাবক সদস্য আওয়ামী লীগ নেতা মো হানিফ, যুবলীগ নেতা সুভাষ দাস বাবলু সহ অন্যান্যরা।

