আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি
জামালপুরে একের পর এক হচ্ছে বাইক চুরির ঘটনা।জামালপুর সদরের সরদার পাড়া এলাকায় প্রতিনিয়ত হচ্ছে বাইক চুরি।রাত আনুমানিক তিনটা দিকে বাসার গেট ভেঙে দুইটি বাইক চুরি হয়েছে,জামালপুর সদর থানার সাব ইন্সপেক্টর মাসুদ পারভেজ ও একজন ভারাটিয়ার গারি রাখা ছিলো নিচের তলায়।একটি ছিলো পালসার ও একটি হিরো হোন্ডা বাইক।এলাকাবাসীর থেকে জানানো হয় প্রতিনিয়ত এমন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে,তিন মাস আগেই তিনটি বাইক চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরা ভেঙে।কখনো মোবাইল কখনো তালা ভেঙে ঘরে চুরি।এলাকাবাসী আরও জানায় সিসিটিভি ক্যামেরায় চোরকে সনাক্ত করা যায়নি।পুলিশের ধারণা বাহিরের থানার চোর চক্র হতে পারে।দ্রুত চোরকে আইনের আওতায় আনা হবে।

