
জান্নাতুল সাফি:-নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলার নরসিংহপুর গ্রামের রাজাকার হানিফ মিয়ার ছোট ভাই ও সাংবাদিক নুর মোহাম্মদের চাচা শওকত আলী (৫৫) কে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।বুধবার (ডিসেম্বর ২৭) সন্ধ্যায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ক্ষিপ্ত এলাকাবাসী তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফোঁসে উঠেছে। এলাকাবাসীর বরাতে জানা যায়, এতে ভয়ে আছে এলাকার মা-বাবারা তাদের সন্তানদের নিয়ে। তার কারনে সমাজে বিষবাষ্প ছড়িয়ে পড়তে পারে বলে মনে করেন অনেকে।নবীনগর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাহবুব আলম জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।