
সাইফুল নিজস্ব প্রতিবেদক
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণ নয়াবাজার আদর্শ একাডেমি উদ্যোগে শিক্ষক-অবিভাবকবৃন্দদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ২৮শে ডিসেম্বর দুপুর ১২টায় নয়াবাজার আদর্শ একাডেমি সভা কক্ষে অনুষ্ঠিতব্য অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন,নয়াবাজার আদর্শ একাডেমি সায়েম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নয়াবাজার মাদ্রাসা অধ্যক্ষ লিয়াকত আলী খান।এ সময় বক্তারা বলেন,শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে।শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেওয়া হয়।এ সময় বক্তব্য রাখেন,নয়াবাজার আদর্শ একাডেমি সভাপতি সায়েম উদ্দিন,নয়াবাজার আদর্শ একাডেমি পরিচালক আশরাফুজ্জামান রিশাদ, নয়াবাজার আদর্শ একাডেমি ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন,নয়াবাজার আদর্শ একাডেমি প্রধান শিক্ষক আব্দুল্লাহ ইমন,সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম,সহকারী শিক্ষক প্রকাশ গোয়ালা,জাবেদ আহমদ,শামছুল আরেফিন মুক্তা প্রমুখ।এ সময় কোরআন তেলাওয়াত করেন,ইবরাহীম আল আলভীর,ইসলামি সঙ্গীত ইউসুফ আল আদিয়ান,দেশাত্মবোধ গান মিনহা জান্নাত তাইবা।এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রাজনৈতিক, সামাজিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও গ্যণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ক্রেস প্রদান করা হয়। শাহরিন মাহমুদ তান্নি,তানহা চাদনী হিমা,ছাফওয়ান হোসেন ছামিন,তাহসিন রায়হান শাহী,আফজাল হোসেন, আবিদা জান্নাত ইভা,আক্তার হোসেন ফাহাদ, জাকারিয়া হোসেন, আয়শা সিদ্দিকা ফারিহা,সৈয়দ কানিজ ফাতেমা, আব্দুর রহমান নাবিল,খাদিজা আক্তার, হোসাইন আহমেদ, ইমন বৈদ্য,সুমাইয়া আক্তার হাফছা,তানজিম আহমেদ, আরেফিন বিন ইসলাম,ইব্রাহীম আল আলভীর,তাহমিদ খান,জান্নাতুল জামান সুমাইয়া,সাইদ বিন সাইফ,তাহসিন জান্নাত ঝুম্মা, শাহরিয়ার রানা আরওয়ান ।