
এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনী বিএনএস তুরাগ ও কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। যুদ্ধ জাহাজ দুটি পরিদর্শন করতে মোংলা এবং আশেপাশের এলাকা হতে উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর এবং নারী ও পুরুষ ভীড় করে।এতে করে সাধারণ মানুষ নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।এছাড়াও গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কীশল সম্পর্কে।অবহীত করা হয়। যুদ্ধজাহাজ দেখতে যাওয়া মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তারা।মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ( ১৫ ডিসেম্বর) ও শনিবার (১৬ ডিসেম্বর) দুদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মোংলার দ্বিগরাজে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা তুরাগ’ ও দিগরাজে বিসিজি বেইজ বাংলাদেশ কোস্টগার্ড যুদ্ধ জাহাজ ‘বিসিজিএস মুনসুর আলী’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এসময় দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে এ যুদ্ধ জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন।
মহান বিজয় দিবস উপলক্ষে ‘বানৌজা তুরাগ’ ও ‘বিসিজিএস মুনসুর আলী’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।নৌবাহিনী ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্র ও শনিবার মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। গভীর সমুদ্রে এলাকার নিরাপত্তায় কোস্টগার্ড বাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে পারবেন দর্শনার্থীরা। একইদিনে কোস্টগার্ড স্টেশন রূপসায় ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ জাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন খুলনা রূপসা এলাকার দর্শনার্থীরা।এছাড়াও বিজয় দিবস উপলক্ষে মোংলা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ।