
সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার জনাব মো: সাজেদুল ইসলাম-কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান সহ জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।মঙ্গলবার (১২ই ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকায় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হক।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের প্রয়োজনীয় ও সংকট, সম্ভাবনা, উত্তোরণ সর্বক্ষেত্রের চিত্র তুলে ধরা ও সমাধানের পথ মসৃণ করতে অগ্রনী ভূমিকা পালন করে সাংবাদিকরা। তিনি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উপজেলার সকল সাংবাদিক সহায়তা কামনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক)মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ, অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ ও কার্যনিবার্হী কমিটির সদস্য নাজমুল ইসলাম।