
কলমে -জান্নাতুল আরেফ চৌধুরী (মিথিলা)
জালেমের হস্তক্ষেপে রজনী গভীরে, ঘুমন্ত জনতার ভীড়ে।
এ কলম ঘুমিয়ে রবে না??
বন্ধ করতে চাও কলমের কালি।
কলম যে কখনো থামবে না??
বাধাহীন চলবে,কলমের যে নেই মৃত্যুর ভয়, বারবার তাকেই জাগতে হয়??
জাগ্রত করতে হয় মানুষের মৃত প্রাণ,কলমের কালি কিকরে ধরে রাখবে সে কি তোমাদের দাস??
মিথ্যার মুখোশ খুলে, এ কলম তুলে ধরবে সত্য ইতিহাস।
এ কলম মজলুমের কলিজার রন্ধ্রে রন্ধ্রে জাগরণের ছবি আঁকবে??
কলমের শিহরণে, একদিন জনতার ঘুম ভাঙ্গবে,
বাধার দেয়াল ডিঙ্গিয়ে শুভদিন আসবে,নিশ্চয় আসবেই??