
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস (২০২৩) উদযাপন উপলক্ষে জুড়ী উপজেলা আলোচনা সভা ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুহাম্মদ সুজাউদ্দৌলা এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান,দুর্নীতি দমন কমিশন সভাপতি জুড়ী উপজেলা তাজুল ইসলাম তারা মিয়া স্যার, জুড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাশ,সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল নূর, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাছুম রেজা,পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন প্রমখ। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও গ্যণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, দুর্নীতির সংজ্ঞা কি? দুর্নীতি কি? যারা নীতির বিরুদ্ধে, যেটা মানুষের মঙ্গলে লাগেনা, মানুষের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, বিশেষ করে যাদের রাষ্ট্রীয় ক্ষমতা আছে,রাষ্ট্রের বিভিন্ন পদ পদবী,অথবা অফিসে অনুষ্ঠানিক ক্ষমতা রাষ্ট্র দিয়েছে,তারা যদি অনেক সময় কাউরে হয়রানি করে,অর্থের বিনিময় অথবা অফিসে অন্য কোনো কিছুর বিনিময়ে সার্ভিস প্রদান করে,আমাদের দেশে সাধারণত দুর্নীতি হিসেবে চিহ্নিত।
উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান,দুর্নীতি দমন কমিশন সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া স্যার,ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সাগরনাল ইউপি চেয়ারম্যান আব্দুন নূর, সারদা রানী গোয়ালা,ব্যক্তব রাখেন।সভায় শেষে প্রতিভা হিসেবে চারজন নারী যথাক্রম মিনারা বেগম,সারদা রানী গোয়ালা, জননী দাশ, লিলা রানী দাশকে। সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয় ।