
সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে জৈন্তাপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ই ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত র্যালীটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।পরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ।
এ সময় আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে।আলোচনা সভায় বক্তারা বলেন, এদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এবং দেশের ক্রমবর্ধমান উন্নতির প্রধান বাঁধা হচ্ছে দূর্ণীতি। যেখানে পদে পদে দূর্ণীতির শিকড় গজাবে সেখানে কোন রাষ্ট্র জাতি কখনোও এগিয়ে যেতে পারবে না।এখন সময় দূর্ণীতির মূল শিকড় ধ্বংস করা। সেই সাথে রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে শুরু করে নতুন প্রজন্মের নিকট দূর্ণীতি বিরোধী সচেতনতা সৃষ্টি করতে একযোগে সবাইকে কাজ করার আহবান জানানো হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মমতাজ আলি,অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট হারুনর রশিদ, সার্জেন্ট শফিকুল ইসলাম ,ব্যবসায়ী আবদুল মান্নান মনাই, মোহাম্মদ কুতুব উদ্দিন সহ বিভিন্ন পেশাজীবি ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।