
মোঃ সজিব উদ্দিন,চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে চুয়াডাঙ্গায় মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে থাকে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ জেলায় ১৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে নিম্নচাপের কারণে এ বৃষ্টি হচ্ছে।আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি কমে আসবে। বৃষ্টির কারণে খানিকটা শীত অনুভূত হতে পারে। এছাড়া বৃষ্টি চলে যাওয়ার পর শীত কিছুটা বাড়তে পারে। এছাড়া শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশংকা রয়েছে।