
সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট
জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অবৈধ পথে ভারতীয় সিমান্ত অতিক্রম করে আনা ৮ বস্তা চা পাতা সহ একটি টাটা এইস পিকআপ গাড়ী আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ই ডিসেম্বর) জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয় ঘটিকার সময় উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রসুল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কানাইঘাট থেকে ছেড়ে আসা নাম্বার প্লেটবিহীন একটি এইস পিকআপ গাড়ী ফতেহপুর ইউনিয়নের পুর্ব বালিপাড়া এলাকায় বার্নিটুক টু গাছবাড়ী সড়কে এসে পৌছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা চালক ও চা পাতার মালিক পালিয়ে যায়।
পুলিশ এসে গাড়ী থেকে ৮ বস্তা (২৯৬ কেজি) চাপাতা সহ এইস পিকআপ গাড়ীটি আটক করে। উদ্ধার করা চা- পাতার বাজারমূল্য প্রায় ষাট হাজার টাকা বলে জানায় পুলিশ।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম চা পাতা সহ গাড়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় চোরাকারবারি চাপাতার মালিকের পরিচয় সনাক্ত করা হয়েছে। পুলিশ বাদী হয়ে একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।