আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন।আজ বিকালে তিনি তার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে যুক্ত। আমি নির্বাচন করবো বলে সারা উপজেলায় চষে বেড়িয়েছি। আমার জনপ্রিয়তা অন্য যে কোন প্রার্থীর চেয়ে বেশি। আমার কর্মী সমর্থকরা চায় আমি নির্বাচন করি। আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছি।তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী হলে এই সদর উপজেলার উন্নয়ন দ্বিগুন হবে। আমি বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে বেকারমুক্ত সদর উপজেলা করবো। আমি জনগনের সেবা করার লক্ষ্যেই নির্বাচনে দাঁড়ালাম। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

