
মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালী-৪ আসন কলাপাড়ায় মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে।আহত মনির (৫০) ও অসীম (৫০) উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব তালুকদারের দুই কর্মী।বৃহস্পতিবার (৩০-নভেম্বর-২৩ ইং) তারিখ সকাল আনুমানিক দশটার দিকে কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।আহত মনির উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও অসীম স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩০’নভেম্বর মাহাবুব তালুকদারের নমিনেশন দাখিলকে কেন্দ্র করে ওই দুই নেতা বালিয়াতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে আসছিলো। এসময় গোডাউন ঘাট এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাদের উপর হালমা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে। যে কোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশ সব সময় তৎপর রয়েছে বলে জানান।