
মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিবি) এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি ” আহ্বানের প্রতিপাদ্য নিয়ে আইডিবি পটুয়াখালী
জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি ইনষ্টিউটের সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইডিইবি সভাপতি প্রকৌ; আলহাজ্ব মোঃ রাইসুল ইসলাম, সাধারন সম্পাদক ও পটুয়াখালী পৌরসভার সহকারি প্রকৌশলী, মো. সোলায়মান প্রমুখ প্রকৌঃ । অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা আইডিইবির দপ্তর সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চন্দ্র সরকার। এসময় জেলা আইডিইবি ও সরকারি সকল দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।