
এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
বঙ্গোপসাগর উপকূলের কটকা এলাকা থেকে ইন্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলার থেকে ৪জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ৩দিন ধরে সাগরে ভাসতে থাকার পর রবিবার সকালে তাদের উদ্ধার করা হয়।কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টের সদস্যরা রবিবার ভোর থেকে বঙ্গোপসাগরের কটকা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। অভিযানকারীরা এদিন বেলা ১১টার দিকে সমুদ্রে একটি ফিশিং ট্রলার ভাসতে দেখে সেটির কাছাকাছি গেলে ওই ট্রলারে থাকা জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। পরে ট্রলারটি হতে ৪জেলেকে জীবিত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদাণসহ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরে ইন্জিন বিকল ট্রলারটিসহ উদ্ধার হওয়া ওই জেলেদেরকে কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টে নেয়া হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, গত ১৬নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যান বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার এ জেলেরা। সাগরে যাওয়ার পর ট্রলারের ইন্জিন বিকল হয়ে তিনদিন ধরে সমুদ্রে ভাসতে ছিলেন এ জেলেরা।