
এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৭নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা থেকে ২৬৫কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঝড় যতই উপকূলের কাছাকাছি আসছে ততই মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার তীব্রতা বাড়ছে। গত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত একটানা অব্যাহত রয়েছে। সেই সাথে রয়েছে দমকা ঝড়ো বাতাসও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দর ও পৌর শহরসহ উপকূলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌর শহরের প্রায় সকল দোকানপাটই বন্ধ রয়েছে। রাস্তাঘাটও ফাঁকা।এদিকে আবহাওয়া খারাপ হতে থাকলে গত রাতে বন্দরে অবস্থানরত সকল বিদেশী জাহাজের শ্রমিক-কর্মচারীদের নামিয়ে আনা হয়। এরপর রাত থেকে কাজ বন্ধ থাকে। আর ৭নম্বর বিপদ সংকেত জারির পর বন্দরে অবস্থানরত ১৫টি বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছেন বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাষ্টার (অপারেশন) আমিনুর রহমান বলেন, আবহাওয়া অফিস ৭নম্বর বিপদ সংকেত জারি করার পর বন্দরের নিজস্ব এলার্ট-০৩ জারি করা হয়েছে। সেই সাথে বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজের কাজ বন্ধসহ জাহাজগুলোকে নিরাপদে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ৭নম্বর বিপদ সংকেত জারির পর বিশেষ করে অধিক ঝুঁকিতে থাকা পশুর নদীর পাড়ের জয়মনিরঘোল, চিলা, কানাইনগর এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এখানে ১০৩টি আশ্রয় কেন্দ্র, ১৩শ স্বেচ্ছাসেবক, ৬টি মেডিকেল টিম প্রস্তুতসহ পর্যাপ্ত শুকনো খাবার ও ওষুধ মজুদ করা হয়েছে বলেও জানান তিনি।