সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে নওগাঁর মহাদেবপুরে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠন৷তফসিল ঘোষণায় বুধবার সন্ধ্যায় ও রাতে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন। সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম (এমপি)সাধারণ সম্পাদক উপজেলার চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহসভাপতি ডাঃ মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা, বাবু অজিত কুমার মন্ডল,নূরানী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, বকুল প্রবেসর, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল কুমার সাহা’বুদু, এছাড়াও ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেকেই অনেকেই বক্তব্য দেন৷ এ সময় বক্তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সকল নেতা-কর্মীদেরকে মাঠে থাকার আহবান জানান। তারা আরো বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের সকল অপতৎপরতা ও নৈরাজ্য রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা৷ বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারী দিয়ে বলেন, নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। #

