লেখকঃ মোঃ শফিকুল ইসলাম >>>
ছোট্ট একটি গ্রাম
অপরূপ দৃশ্য তার,
তোমার রূপের নেইকো জুড়ি
তুমি আমার প্রিয় মাতৃভূমি ৷
তোমার আছে অনেক সুন্দর লীলাভূমি,
তোমার রূপে মুগ্ধ আমি,
মুগ্ধ গ্রামবাসী
তুমি আমার চিরচেনা প্রিয় মাতৃভূমি ৷
সকল দেশে ঘুরে বেড়াই তবুও মনে পড়ে তোমার এই চিরচেনা রূপ প্রিয় মাতৃভূমি৷

