
মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পটুয়াখালীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার বেলা সাড়ে ১২ টায় পটুয়াখালী পুলিশ লাইন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ও পটুয়াখালী ২ আসেনর সংসদ সদস্য আ স ম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম,জেলা পরিষদ চেয়ারম্যান এড হাফিজুর রহমান, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এড গোলাম সরোয়ার, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রফেসর আবদুস সালাম, সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সেরা কমিউনিটি পুলিশিং এর জন্য দুই ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।