কলমে মোঃ কামাল হোসেন >>>
——————
কষ্ট দিলে কষ্ট পাবি
এটাই হলো নিয়তি,
সম্প্রীতিতে গড়ো সবে
সার্বজনীন বসুমতী।
কতো মানুষ আসলো ভবে
চিনলো সবাই সত্যকে,
তবু তারা ভালবাসলো
কঠিন মিথ্যাকে।
ভুল হলে ক্ষমা চাও
করোনা কবু কৃপণতা,
উদারতায় করো প্রমাণ
তোমার সততা।
দুঃখ দিলে দুঃখ পাবি
জবাব দিবে সময়,
একদিন হবে তোমার
কঠিন পরাজয়।
মরার আগে মরো রে
করো স্রষ্টায় সারেন্ডার,
পরকালে পাবি শান্তি
সর্গ উপহার।
সময় থাকতে নিরব হও
করোনা কবু উগ্রতা,
ধর্মে কর্মে সার্বজনীন
এটাই মানবতা।

