আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।”আপনার নাগালেই পরিচ্ছন হাত’”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গতকাল রোববার সকালে বাহাগিলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।দিবসের প্রক্কালে র্যালিটি গ্রামের বিভিন্ন পাড়া মহল্লার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।এতে বক্তব্য দেন,উত্তর দুরাকুটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মুক্তা বেগম,উত্তর দুরাকুটি গ্রাম উন্নয়ন কমিটির ১এর সভাপতি তফুর আলী,২এর আব্দুল মজিদ,সদস্য ও অবঃ প্রধান শিক্ষক মাহবুব হোসেন প্রমুখ।সভায় বক্তারা বলেন,জীবাণুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।তাই প্রত্যেককে খাবার খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে উত্তমরুপে ২ হাত ধৌত করে নিতে হতে। যাতে করে কোনো প্রকার জীবাণু পেটে প্রবেশ করতে না পারে।হাতে ময়লা ও বিভিন্ন রোগের জীবাণু থাকায় শিশুরা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে।কাজেই নিজের পাশাপাশি শিশুদের প্রতি বেশি যত্ন নিতে হবে।তাহলেই রোগ মুক্ত থাকা সম্ভব।

