
কলমে প্রিয়াংকা নিয়োগী কোচবিহার,ভারত >>>
______________________
অদ্ভুত কায়দায় দেখা হয়েছিলো আমাদের,
প্রথম দেখাতেই ভালো লেগেছিলো তোমার।
আমি জানতাম তোমার হয়তো ভালো লাগেনা,
অবশেষে বোঝালে প্রথম দেখাতেই পছন্দ করেছিলে আমায়।
বিন্দু বিন্দু করে তোমার অনুভূতির সিন্ধু গড়লে
আমার মনে।
আমি পুলকিত মোহিত তোমায় পেয়ে।
কাছে এসেই তোমার দূরে সড়ে যাওয়া শুরু হোলো,
কায়দা করে সরেও গেলে সরজমিনে!
অনুভূতির আকাশ ভেঙে পড়ল মনের মনিকোঠায়।
আমারও দুর্বলতা কাটতে কাটতে পুরোটাই কেটে গেলো।
তবে মনের অতীতে গেলে আজও তোমার প্রতি ভালোবাসা রয়ে গেছে একবিন্দু।