
মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুর “ ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর শাখার উদ্যোগে (১৪ অক্টাবর) শনিবার বিকেলে সখিপুর ঐতিহাসিক মোক্তার ফোয়ারা চত্বরে সংহতি সমাবেশ,বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠান অুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ মিয়া, সহ-সভাপতি মোঃ ইউনুস আলী,ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি কবির হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আবু হানিফ, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সালমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি সাব্বির হাসান প্রমুখ নেতৃবৃন্দ।