আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও দোয়া করেছে কয়েক হাজার মানুষ। বিকেল সাড়ে ৪টায় চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে চাটখিলের প্রধান (ঢাকা-রামগঞ্জ) সড়কে এসে মিছিলটি শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অসহায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। এসময় বক্তারা দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে এক হয়ে লড়াই করার পাশাপাশি বৈশ্বিক পরিমন্ডলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের কাজ করার আহবান জানান। বক্তব্য শেষে ফিলিস্তিনের অসহায় জনগণের জন্য দু’হাত তুলে দোয়া করা হয়।বিক্ষোভ মিছিলে শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন, স্থানীয় জামেয়া ওসমানীয়া মাদরাসার মুহতামিম মুফতি আছেম, চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল প্রমুখ।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দলমত নির্বিশেষে সর্বস্তরের কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।