
মোস্তফা জামান চৌধুরী,স্টাফ রিপোর্টার
কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্পোর্টস স্কিল ডেভেলপম্যান্ট ট্রেনিং (ফুটবল কোচেস) অর্থাৎ ক্রীড়ায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল ইউএনএইচসিআর ও কোস্ট ফাউন্ডেশন। ক্রীড়াসহ ফুটবল খেলা প্রশিক্ষক ও প্রশিক্ষণের বিষয়ে আলোচকগণ আয়োজিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।আজ সকাল সাড়ে ১০টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত স্পোর্টস স্কিল ডেভেলপম্যান্ট ট্রেনিং অর্থ্যাৎ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সভা অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ দুই উপজেলার ক্রীড়ানুরাগী খেলোয়ারদের অংশগ্রহণে মুখরিত হয় পুরো প্রাঙ্গন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার সহকারি কমিশনার,ভূমি অফিসার সালেহ আহমদ।
সিবিপি লিড মেথিউ, প্রজেক্ট অফিসার হান্যা ফাই, স্পোর্টস ফোকাল জামাল উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাথে আরো উপস্থিত ছিলেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, কোষ্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, এপিবিএন পুলিশ সুপার ইমরুল হাসান, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য নুরুল কবির, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম চৌধুরী রোমান,সাংবাদিক মোঃ ফারুক আহমদ, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর আলম সহ ইউএনএইচসিআর ও কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।প্রশিক্ষণ সভা শেষে উখিয়া সহকারি কমিশনার, ভূমি অফিসার সালেহ আহমদ, কোষ্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীনের উপস্থিতে কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার ও পরিচ্ছন্নতার লক্ষ্যে বিভিন্ন দাবী রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।পরিশেষে সভাপতির ধন্যবাদ ও সমাপনী কথার মাধ্যমে স্পোর্টস স্কিল ডেভেলপম্যান্ট ট্রেনিং সমাপ্তি হয়।