
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলীতে অভিযোগকারীগণ বাঁধভাঙ্গা আনন্দ- উল্লাসে মেতে উঠে মিষ্টি বিতরণ করেছেন।সোমবার (৯ অক্টোবর)দুপুরে মেডিকেল মোড়ে এ মিষ্টি বিতরণ করা হয়।এর আগের দিন রোববার বিকালে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদের বদলীর প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।এ খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সের ভুক্তভোগী এইচএ,এফডাব্লুএ সহ স্থানীয়রা বাঁধভাঙ্গা আনন্দ-উল্লাসে মেতে উঠে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।জানা যায়,স্কুল ক্যাম্পেইনের ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ করেন৪২জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী।এ ঘটনায় প্রতিদিনের সংবাদ এ খবর প্রকাশ হয়।পরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে জেলা সিভিল সার্জন তদন্ত কমিটি গঠন করে দেন।তদন্তের ভিত্তিতে তাকে অন্যত্র বদলীর আদেশ করা হয়।এর আগে ৬মার্চ তার বিরুদ্ধে স্থানীয়দের করা কোটি টাকা দুর্নীতির অভিযোগ ও ২৭ মার্চ তার অপসারণের দাবিতে অভিযোগকারীগণ মানববন্ধন করেন।এ সংবাদ প্রকাশ হলে তদন্ত হয়।এদিকে মিষ্টি বিতরণকালে উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন অভি,সাবেক ছাত্রলীগ নেতা মাখদুম-ই-মঈন ড্যাফোডিল,আসাদুজ্জামান জামান ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আশরাফুল ইসলাম জানান,দুর্নীতিবাজ এ স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণ করায় তার অধীনস্তরা ও স্থানীয়রা উল্লাস করছে।তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন।তার বদলীতে অধীনস্থ স্টাফ ও উপজেলাবাসি স্বেচ্ছাচারিতা থেকে পরিত্রাণ পেলো।এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অন্যত্র বদলীর বিষয়টি শুনেছি।এখন পর্যন্ত কোন মেইল পাইনি।অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তার বদলী হয়েছে কিনা জানিনা।জানা গেছে,বদলীর প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।