
সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।
জৈন্তাপুরে ৫০০ গ্রাম গাঁজা সহ দুই ব্যাক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রির সাথে জড়ীত আরো দুই জন কারবারি পালিয়ে যায়।আটককৃত দুই গাঁজা কারকারিরা হলো হরিপুর পশ্চিম বালিপাড়া (তারুহাটি) গ্রামের মৃত তারু মিয়ার ছেলে মকবুল হোসেন পরান (৩১) এবং উপজেলার উপর শ্যামপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো নাসির উদ্দিন (২৮)। পলাতক দুই আসামী হলেন,হেমু মাঝেরটুক গ্রামের মৃত হাসমত আলির ছেলে সোনাই মিয়া (৫০) এবং মৃত তারুমিয়ার অপর ছেলে আবুল কালাম (৩৮)।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( ৬ই অক্টোবর) রাত ১০ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হেমু মাঝেরটুক গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখানে দারুল উলুম মাদ্রাসার দক্ষিণে জৈনিক হারুণ মিয়ার মুদি দোকানের সামনে চারজন গাঁজা কারবারী অবস্থান করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় দুইজনকে পুলিশ আটক করে।এসময় আটককৃত দুই আসামীর দেহ তল্লাশি করে দুজনের দেহ থেকে ২৫০ গ্রাম করে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামি সোনাই মিয়ার নিকট থেকে বিক্রির উদ্দেশ্যে গাঁজা গুলো ক্রয় করেছে বলে স্বীকার করে।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ৫০০গ্রাম গাঁজা সহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। আটককৃতদের শনিবার সকালে পুলিশ হেফাজতে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।