নিউজ ডেস্ক >>> এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা ২০২৩ -০৬.১০.২০২৩ তারিখে সাভার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো সাহিত্যানুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি; প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা; বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম; শত গ্রন্থ প্রনেতা, সংগঠক সভাপতি জাতীয় কবিতা মঞ্চ, সম্পাদক দৈনিক দেশজগত মাদমুদুল হাসান নিজামী,জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, বিশিষ্টবশিক্ষাবিদ প্রিন্সিপ্যাল মোহাম্মাদ আলী খান মানিক,ডঃ আবু তাহের প্রাবন্ধিক আইনজীবি,শিক্ষাবিদ,ডঃ আলহাজ্ব শরীফ সিরাজ সাকী,
ছড়াকার ও বাংলা একাডিমির আজীবন সদস্য আতিক হেলাল, বিশিষ্ট ব্যবশায়ী ফয়সাল রিয়াদ, পারভীন আপা,শিরিন আপা,ভারত থেকে আগত সঞ্চালিকা ও আবৃত্তিকার দেবিকা চট্রাপাধ্যায়,রত্না মুখার্জি, নীহার রঞ্জন রায়,ইত্যাদি, কাদের তালুকদার, সাগর সাহা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, নতুন তারার সাইফুল মিনা,সাংবাদিক আবু আসলাম বাবু।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন বিশ্বব্যাপী রাইটার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ শামসুল হক বাবু এবং আমন্ত্রিত অন্যান্য কবি, সাহিত্যিক, গবেষক, ছড়াকার, আবৃত্তিকার এবং এতদ্বিষয়ক সমজদারগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি ইলোরা খাতুন সোমা।বিশেষভাবে আমন্ত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংক সাহিত্যকর্মীদের সংগঠন “অধিকোষ” ম্যানেজিং কমিটির সর্বজনাব ফরিদা বেগম, নাজমুল হক, হাসিনা মমতাজ, লায়ন মোঃ আবুল হাশেম এবং মোঃ সাইরুল ইসলাম আসিকুর রহমান লাবনী আক্তার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।উপস্থিত প্রকাশক, লেখক, সাহিত্যিক, ছড়াকার, আবৃত্তিকার ও বক্তাগণের প্রাণবন্ত আলোচনার পর গুণিজনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সাহিত্যানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ধন্যবাদান্তে
ইলোরা সোমা
চেয়ারম্যান
ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পরিষদ

