
মোংলা সংবাদদাতা
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বাজিগর খন্ড এলাকায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের ঘটনায় মোংলা থানায় বৃহস্পতিবার (৫ অক্টোবর)একটি অভিযোগ দায়ের করেন সজনী বেগম (৩০) নামে এক নারী।স্থানীয় সূত্রে গেছে, পূর্বে বাজিগর খন্ড এলাকায় সজনী বেগম নামের এক গৃহবধূ একই এলাকার ওয়ার্ড আওয়ামীগের সভাপতি ও ইউনুছ খাঁনের একটা মামলার সাক্ষী হন। তারই পরিপ্রেক্ষিতে বুধবার ( ৫ অক্টোবর)রাত আনুমানিক ২টার দিকে সজনী বেগমের বাড়িতে ঢুকে আবু বক্কর খাঁন (৩২) দুলাল খাঁন (৪৮) মোয়াজ্জেল খাঁন (৪২) ও ইকরাম ফকির (২৩) বিবাদী গন ধর্ষন ও প্রাননাশের হুমকি দেয়। বৃহস্পতিবার রাত ২ টার দিকে ওই গৃহবধূ রাতের খাবার খেয়ে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এসময় কৌশলে বাড়িতে ঢুকে তার শোওয়ার ঘরে তার সামনে দাঁড়িয়ে ওই নারীকে দরজা খুলতে বলে। পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে তখন বিবাদী গন তার ঘরের বেড়ার উপর রাম দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে নির্যাতিত ওই নারী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এ ব্যাপারে বিবাদী আবু বক্কার খানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা কিছুই জানিনা। গটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।এ বিষয় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুদ্দিন জানান বিষয়টি জানতে পেরেছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।