
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে সুপারির গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুধীর চন্দ্র রায় নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।রোববার রাতে দক্ষিণ বাহাগিলি ন্যাতরার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। সুধীর চন্দ্র ওই এলাকার মৃত্যু বিষেশ্বের রায়ের ছেলে।এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।তারা হলেন,একই এলাকার রাজেন্দ্রর ছেলে তেলেঙ্গা রায় ও তার স্ত্রী মিনতি রানী রায়।এলাকাবাসী জানায়,সুধীর চন্দ্রের বাড়ির সীমানায় লাগানো সুপারি গাছ কেটে দেয় প্রতিপক্ষ তেলেঙ্গা ও তার লোকজন।প্রতিবাদ করায় রোববার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।রাতে ন্যাতরার বাজার থেকে সুধীর চন্দ্র বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালান।পরে গুরুতর আহত অবস্থায় তাকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান,এ ঘটনায় ৬ জনকে আসামি করে নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন।জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।