
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
মোংলায় ফেরিঘাট মোড়ে ট্রাকের ধাক্কায় জহুরা বেগম নামের ৬০ বছরের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।সোমবার (২অক্টবর)অনুমানিক বিকাল ৩টায় মোংলা ফেরিঘাট মোড় এলাকায় এ দুর্ঘটনায় প্রাণ হারায় ওই বৃদ্ধা। রামপাল উপজেলার গৌরম্ভ বাজার মৃত আহম্মেদ শেখের মেয়ে। তিনি মোংলায় বসবাস করে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতেন ।নিকটতম প্রতিবেশীর কাছে জানা যায় গতকাল রবিবার নিজবাড়ি রামপাল গৌরম্ভ বাজার থেকে সন্ধ্যায় মোংলার খানকায় শরীফের পাশে শেখ মনিরুজ্জামান এর বাসায় উঠে। দুপুরে গোসল করে কাপড় শুকানোর জন্য ফেরিঘাট মোড় আসে। তখন রাস্তা পাড়াপাড় হতে গিয়ে শহর থেকে ফেরিঘাট যাওয়া বিপথগামী ট্রাক ঢাকা মেট্রো ড ১৪৫৪৭২ বৃদ্ধা কে চাপা দেয়। এতে বৃদ্ধার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরন করেন। স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধার মাথা ও শরীরের ডান পাশে বড় ধরনের ইনজুরি রয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।ঘাতক ট্রাকের ড্রাইবার এবং হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়।ট্রাক থানায় আটক করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধা ঐ মহিলা পেশায় একজন ভিক্ষুক ছিলেন। তার বাড়ি রামপালের গৌরম্ভা এলাকায় বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তিনি রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন।এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।