
মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>>
চুয়াডাঙ্গার কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষা জাতির মেরুদণ্ড এ স্লোগান বাস্তবায়নে, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও শিশু বিবাহ বন্ধে স্কুল ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও গ্রাম উন্নয়ন দলের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) সকাল ১১ টা থেকে বেলা একটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হানিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক জনাব আরশাদ উদ্দীন আহমেদ জোয়ার্দার চন্দন। (সভাপতি অত্র বিদ্যালয়) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক । বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আনোয়ার হোসেনের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হানিফ উদ্দিন ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন কুলছুম খাতুন ও সৃতি খাতুন। এছাড়া বক্তব্য রাখেন মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য জনাব সৈয়দ আলী ও নাছিমা খাতুন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আঃ আলীম, জনাব আসাদুজ্জামান, গ্রাম উন্নয়ন দলের জনাব ফিরোজ মিয়া, মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জনাব রাজু আহমেদ, বাংলাদেশ সংবাদ প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক সজিব উদ্দিন সহ আরো অনেকে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক আসাদ খান, শ্রী লিলি রানী, হোসনেয়ারা খাতুন, জসিমুল করিম, শিরিনা খাতুন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভালো ফলাফলের মধ্যে দিয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়া বাল্য বিবাহ বন্ধ করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।