
কলমে মনীষা বন্দ্যোপাধ্যায় >>>
স্বর্গে বাতি জ্বালবে শুধু ছেলেই
মেয়ের বুঝি বাতি জ্বালা বারণ
আসল কথা মানুষ হওয়া চাই
অধিকারের সেটাই আসল কারন।
বেদ বলো কিংবা মহাভারত
গুনী মেয়ের সব খানেতে জয়
দেবতাগন দারুন বিপদকালে
দুর্গা মায়ের শরণাগত হয়!
বিদ্যাসাগর জ্বেলেছে যে বাতি
মেয়ের হাতে উপচে পড়া বই
আজ জানে সে বাঁচতে হবে তাকে
নিজেই বানায় বড় হবার মই।
অনেকটা পথ এগিয়েছো তবু
চলতে হবে আরো আরো পথ
মাটি থেকে আকাশ সবখানে
আজকে মেয়ে হাঁকায় স্বপ্নরথ।
দয়া মায়া মমতা বুকে থাক
মানুষ হয়ে উঠুক যত মেয়ে
বাবামায়ের গর্বে ভরা বুক
সেই খুশিতে অমনি যাবে ছেয়ে।
যুগ ছুটেছে যুগান্তরের পানে
তবু কেন অন্ধকারের গান!
মেয়ে হলে খুশিতে দীপ জ্বেলো
মেয়ে মানে গোলাভরা ধান।
পাল্টে যাক আদ্যিকালের কথা
পুত্রলাভে স্বর্গলাভ হয়-
বলছে সমাজ, মানুষ না হলে
পুত্র নিয়ে ডোবার বেশি ভয়।
কন্যাও গো রত্ন হতে পারে
হতে পারে হীরের চেয়ে দামী
ওপর দিকে দৃষ্টি মেলে তবে
কন্যা তোমায় দেখতে চাই আমি।।
২৪/৯/২৩